ছবি: শিশু পার্কে যাই
ভাইরে ভাইরে ভাই,শিশু পার্কে যাই।
দলে দলে দোলনা চড়ে
কত মজা পাই!
খেলনা দিয়ে খেলার মাঝে
হঠাৎ ফুটে নাই।
মনে প্রাণে চাই
ওটা ফিরে পাই।
কাড়ি কাড়ি বেলুন দেখি
সারা পার্ক জুড়ে,
লাল বেলুন নীল বেলুন
রংধনুর সাজে-
ওড়ে যায় আকাশ পানে
সারি সারি ভাঁজে।
আমিও চাই ওড়ে যাই
বেলুনের সাথে,
ধরে ফেলি রংধনু
উল্লাসে মেতে।
শিশু পার্কে যাই ' ছড়াটির আবৃত্তির ইউটিউব লিঙ্ক: https://youtu.be/NBYGtI8LNVY

অনেক ভাল লেগেছে।
ReplyDeleteVery nice rhyme, appreciating.
ReplyDeleteMore video is desired!
ReplyDeleteমনে হচ্ছে ছেলে বেলা
ReplyDelete