একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর?
প্রাণপাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যতো, মাতা-পিতা, দারা-সুতো
সকলই হবে তোমার পর।।
মন আমার ...
কেন বান্ধ দালান ঘর?
দেহ তোমার চর্মচর গলে পচে যাবে
শিরা উপশিরাগুলো ছিন্নভিন্ন হবে
মুণ্ডু মেরুদন্ড, সবই হবে খন্ড খন্ড
পড়ে রবে মাটিরও উপর।।
মন আমার ...
কেন বান্ধ দালান ঘর?
নাই বিছানা নাই রে পানি ভেতরে ঘোর অন্ধকার
তার ভিতরে পড়ে রবি ওরে মুনীর সরকার
কিসের ইষ্টি পুত্র? কিসের ইষ্ট মিত্র?
দম ফুরাইলে সবই হবে পর।।
মন আমার ...
কেন বান্ধ দালান ঘর?
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর?
প্রাণপাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে
ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যতো, মাতা-পিতা, দারা-সুতো
সকলই হবে তোমার পর।।
মন আমার ...
কেন বান্ধ দালান ঘর?
দেহ তোমার চর্মচর গলে পচে যাবে
শিরা উপশিরাগুলো ছিন্নভিন্ন হবে
মুণ্ডু মেরুদন্ড, সবই হবে খন্ড খন্ড
পড়ে রবে মাটিরও উপর।।
মন আমার ...
কেন বান্ধ দালান ঘর?
নাই বিছানা নাই রে পানি ভেতরে ঘোর অন্ধকার
তার ভিতরে পড়ে রবি ওরে মুনীর সরকার
কিসের ইষ্টি পুত্র? কিসের ইষ্ট মিত্র?
দম ফুরাইলে সবই হবে পর।।
মন আমার ...
কেন বান্ধ দালান ঘর?
- কথা ও সুর: বাউল মুনীর সরকার